Adsence

বিএলওর সঙ্গে যোগাযোগ করবেন কীভাবে ?

 


SIR  চলছে হয়তো আপনি বাড়ি নেই। বিএলও  ঘুড়ে গেছে আপনার বাড়িতে , আপনাকে আপনার বাড়িতে পায়নি। এক্ষেত্রে কি ভাবে বুঝবেন কে বিএলও বা কি ভাবে তাঁর সাথে যোগাযোগ করবেন, তারঁ ফোন নম্বর কোথায় পাবেন।


আসুন দেখে নিই কিভাবে আপনি আপনার বিএলও কে খুঁজে পাবেন বা তাঁর ফোন নম্বর পাবেন।

এখানে ব্যবহৃত নাম, ভোটার নম্বর, বিএলওর নাম ও ফোন নম্বর প্রতিকী এই তথ্যের সাথে বাস্তবের কোনো মিল নেই।


বিএলওর সঙ্গে যোগাযোগ করবেন কীভাবে ?


প্রথমে নিচের লিংকে ক্লিক করে ইলেকশন অফিসার ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে যাবেন।

https://ceowestbengal.wb.gov.in/


এর পর  ELECTORS বা নিচের লাল অংশটি ক্লিক করবেন ।




এর পর লাল অংশটি ক্লিক করুন। বা  Find Your Name on the Electoral Roll এ ক্লিক করুন।


এর পর আপনার সামনে যে পাতাটি খুলবে সেখানে তিনটি অপশন আছে


১. এপিক নম্বর দ্বারা সার্চ করবেন, ( Search by EPIC) ২. ব্যক্তিগত তথ্যদিয়ে সার্চ করবেন, ( Search by Details ) ৩. মোবাইল নম্বর দিয়ে সার্চ করবেন, ( Search by Mobile ) তবে মোবাইল নম্বর ইলেকশন কমিশনের দ্বারা ভেরিফাই হতে হবে, তবে মোবাইল নম্বর দিয়ে তথ্য যাচাই করতে পারবেন।


আমরা এখানে ব্যক্তিগত তথ্য দিয়ে যাচাই করবো।

নিচের অংশের মতন সমস্থ ঘর গুলি ভর্তি করুন সঠিক তথ্য দিয়ে তারপর ক্যপচা Captcha দিয়ে সার্চ বটন ক্লিক করুন।


এর পর আপনার সামনে আপনার নামের পুরো তথ্য কমিশনের ওয়েবসাইটে দেখতে পাবেন সঙ্গে আপনার নাম ও পরিবারের ঘনিষ্ট কারুর নামের সাথে অনেকের নামই পাবেন। এখানে আপনি লাল অংশটি বা  View Details  গিয়ে ক্লিক করবেন।




সঙ্গে সঙ্গে কমিশন আপনার সমস্থ তথ্য এবং আপনার সঙ্গে কোন ডিইও DEO ইআরও ERO বিএলও BLO আছেন তাঁদের নাম ও ফোন নম্বর জানিয়ে দেবে।




কোন মন্তব্য নেই

If you have any question, Please let us Know

Blogger দ্বারা পরিচালিত.